গলায় সুপারি আটকে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : এনটিভি
জামালপুরের মাদারগঞ্জে গলায় সুপারি আটকে সাফুয়ান (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পলিশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফুয়ান উপজেলার পলিশা গ্রামের জনি মিয়ার ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের মেঝেতে খেলার সময় পরিবারের অগোচরে শিশুটি একটি সুপারি মুখে দেয়। কিছুক্ষণ পর শ্বাসকষ্ট শুরু হলে শিশুটি ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিব হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে সাফুয়ানকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব হাসান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।