যোগ্য নেতৃত্বের অভাবে পিছিয়ে আছে সাতকানিয়া-লোহাগাড়া : ব্যারিস্টার ওসমান

প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং অপার সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও যোগ্য নেতৃত্বের অভাবে সাতকানিয়া-লোহাগাড়া পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের দেবপাহাড় এলাকার নিজ বাসভব সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার ওসমান বলেন, সবসময় সাতকানিয়া-লোহাগাড়ার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। এত সম্ভাবনাময় একটা জায়গা, কী নেই আমাদের! প্রাকৃতিক বৈচিত্র্য, পাহাড়, নদী, খাল সবকিছুই আছে। দ্বীপ চরতীর মতো জায়গায় পর্যটন কেন্দ্র হতে পারতো। কিন্তু যথাযথ নেতৃত্বের অভাবে সাতকানিয়া-লোহাগাড়া বিকশিত হতে পারেনি।
এলাকায় কিশোর গ্যাং তৈরির কারণ হিসেবে মাঠের অভাবকে দায়ী করে ওসমান চৌধুরী বলেন, এখন সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে। আমি যখন দেখি ফুটবল মাঠ ভাড়া করে খেলতে হচ্ছে, তখন অবাক হই। আমরা ধানের জমিতে পিচ করে ক্রিকেট খেলেছি, ডাংগুলি খেলেছি। এখনকার ছেলেমেয়েরা খেলবে কোথায়? তাহলে কিশোর গ্যাং কেন মাথাচাড়া দেবে না?
সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এস এম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ওমর ফারুক, জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আমিন বাবুসহ অন্যান্য সাংবাদিকরা।
ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর বড় ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং লন্ডন থেকে আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।