এনটিভিতে ফের শুরু হচ্ছে ‘কনকা সেরা পরিবার’

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড ‘কনকা’র সৌজন্যে আবারও এনটিভিতে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাওয়া এ অনুষ্ঠানটি এবার আসছে সিজন-৪ নিয়ে। নতুন এই সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতাসহ নতুন নতুন সংযোজন।
রাজধানীর ইলেকট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ের হলরুমে মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে ‘কনকা’র প্রোডাক্ট সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্যসহ স্বাগত বক্তব্য দেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার। তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা কনকা ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন কনকা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহৃত হচ্ছে। যার সব কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের। তাঁদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা আমাদের এতদূর নিয়ে এসেছে। কনকার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে এদেশের গ্রাহকদের প্রথম পছন্দ।
নুরুল আফছার আরও জানান, বর্তমানে কনকার রেফ্রিজারেটর, ফ্রিজার, সিলিং ফ্যান বাংলাদেশে হচ্ছে। এছাড়া কনকা এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেক্ট্রিক ক্যাটল, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেশার কুকার, রাইস কুকার, ইলেক্ট্রিক আয়রনসহ বেশ কিছু হোম অ্যাপ্ল্যায়েন্সের পণ্যের কিছু যন্ত্রাংশ আমদানি করে এসেম্বলিং এর মাধ্যমে উৎপাদন করা হয়।

‘কনকা সেরা পরিবার সিজন ৪’ শুরুর নেপথ্যের ভাবনার বিষয়ে ডিএমডি বলেন, ‘কনকার পণ্য যেসব পরিবারে পৌঁছে গেছে তাদের সবাইকেসহ দেশের প্রতিটি পরিবারকে ভালো রাখতে কাজ করে যাচ্ছি আমরা। সেই অব্যাহত প্রচেষ্টারই সামান্য অংশ ‘কনকা সেরা পরিবার সিজন ৪’। এ প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান রাখতে চাই।’
নুরুল আফছারের বক্তব্যের পর সিজন ৪ এর লোগো উন্মোচন এবং থিম সং পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি এবং প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের পরিচালক সাজ্জাদ উন নেওয়াজ রাফি, পরিচালক নুরুল আজিম সানি, পরিচালক সিনথিয়া কায়নাথ নূর, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেইল অপারেশন) মো. জুলহক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিওও) অজয় কুমার কুন্ডু এবং সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মো. আশফাক উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন চীন থেকে আগত বিশেষ অতিথি মি. রিড, সেলস ডিরেক্টর ও মি. লেস্টার, ডিজিএম-সেলস, কনকা এশিয়া রিজিয়ন।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু।
‘কনকা সেরা পরিবার’ অচিরেই সবার মন ছুঁয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যান্ত্রিক এ সময়ে ব্যস্ততার কারণে পরিবারকে তেমন সময় দিতে পারছি না। পরিবার থেকে দূরে সরে যাচ্ছি। এ রিয়েলিটি শোর মাধ্যমে আমরা কিছুটা হলেও পারিবারিক আবহ তৈরি করতে পারব।’
‘কনকা সেরা পরিবার সিজন ৪’-এর রেজিস্ট্রেশন শুরু আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর); যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো দুজন সদস্য মিলে একটি দল গঠন করে ওয়েবসাইট ভিজিট করে ‘কনকা সেরা পরিবার সিজন ৪’-এ রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া দেশজুড়ে ইলেক্ট্রো মার্ট-এর শোরুমে এসেও রেজিস্ট্রেশন করা যাবে। অনুষ্ঠানটি প্রচার হবে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে।