কুয়াকাটায় আমন চাষে ব্যস্ত কৃষকরা

পটুয়াখালীর কুয়াকাটায় পুরোদমে চলছে রোপা আমন ধান রোপণ। আবহাওয়া অনুকূলে থাকা ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কৃষকেরা সময়মতো জমি তৈরি করে চারা রোপণ করতে পারছেন। ফলে এ মৌসুমে আগের বছরের তুলনায় আমন আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে।
কলাপাড়া উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ৩০ হাজার ৮৩০ হেক্টর জমিতে আমনের আবাদ হবে। এর মধ্যে ইতোমধ্যে ১৮ হাজার ৫০০ হেক্টরে চারা রোপণ সম্পন্ন হয়েছে। শিগগিরই শতভাগ জমিতে রোপণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, জমি চাষ, আগাছা পরিষ্কার ও দলবদ্ধভাবে চারা রোপণে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। দেশি জাতের পাশাপাশি ব্রি ধান-৪৯, ৫১, ৫২ ও হাইব্রিড জাত বেশি চাষ করছেন তারা।
কৃষক আবদুল জলিল জানান, এ বছর বৃষ্টিপাত ভালো হওয়ায় সেচের ঝামেলা ছাড়াই চারা রোপণ করতে পেরেছেন। এতে খরচ কম এবং উৎপাদনও ভালো হবে বলে আশা করছেন।
কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান বলেন, ধানের দাম বেশি থাকায় কৃষকেরা উৎসাহী হয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমনে বাম্পার ফলন হবে। ইতোমধ্যে কৃষকদের সার ও বীজসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।