বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছে বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার। যোগদানের পর ইমরান হায়দার আজ মঙ্গলবার (১৯ আগষ্ট) বঙ্গভবনে এক সৌহার্দপূর্ণ অনুষ্ঠানে মিলিত হয়ে পরিচয়পত্র পেশ করেন।
এ সময় পাকিস্তানের হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পাকিস্তানের নেতাদের এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর গভীরভাবে প্রোথিত এবং পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও জোরদার করতে আগ্রহী বলে জোর দেন।
হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাকে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান এবং কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে হাইকমিশনারের সফলতা কামনা করেন।
পাকিস্তানের বাংলাদেশস্থ সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে যোগ দেন। পরে গত মে মাসে তিনি পাকিস্তানে ফেরত যান।