বুলবুল-ফারুকসহ বিসিবি নির্বাচনে পরিচালক হলেন যারা
বেশ উন্মাদনা আর আমেজ নিয়ে শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে শেষ পর্যন্ত সেটি আর পাওয়া গেল না। নানা বিতর্ক আর অভিযোগকে সঙ্গী করেই আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শেষ হলো নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে চার বিভাগ থেকে ৮ জন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকি ছিল কেবল রংপুর আর রাজশাহী বিভাগ। দুই বিভাগ থেকেই ভোটার ছিলেন ৯জন করে।
রংপুরের এক পরিচালক পদের বিপরীতে লড়ছিলেন ৩জন। রংপুর থেকে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)। রাজশাহী বিভাগে এক পরিচালকের বিপরীতে লড়েছেন দুই জন প্রার্থী। এই বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকা ভিত্তিক ক্লাব থেকে ১২জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগারিতে ভোটার ছিলেন ৭৬ জন। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন- ইসতিয়াক সাদেক (ধানমণ্ডি স্পোর্টস ক্লাব), আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব), ফায়জুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), আবুল বাশার (প্রাইম ধলেশ্বর স্পোটিং ক্লাব), মো. মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব), মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ি ক্রীড়া চক্র), আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স ক্রিকেট ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), মো. মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব), এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি), ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি), ইফতেখার রহমান মিঠু।
ক্যাটাগরি-৩ থেকে এক পরিচালক পদের বিপরীতে লড়াই করেছেন দুইজন। এই ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ছিল ৪৫টি। যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক হলেন- আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), নাজমুল আবেদীন ফাহিম (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা), জাতীয় দলের সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), জুলফিকার আলী খান (খুলনা জেলা ক্রীড়া সংস্থা), সংগীত শিল্পী আসিফ আকবর (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা), আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), রাহাত শামস (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), শাখাওয়াত হোসেন (ভোলা জেলা ক্রীড়া সংস্থা)।
নির্বাচনে অংশ নিতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন তুলেছিলেন। এর মধ্যে জমা দিয়েছিলেন ৫১ জন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তিন জনের মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে আবার মনোনয়ন ফেরত পান দুই জন। ফলে সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৫০ জন।