টেকনাফে সেন্টমার্টিনের যুবককে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে গিয়ে অপহরণের শিকার হয়েছেন সেন্টমার্টিন ইউনিয়নের কোনাপাড়া এলাকার যুবক মো. হাসিম। অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে অপহরণের বিষয়টি জানান হাসিমের বাবা নুর হোসেন। তিনি বলেন, অপরিচিত এক ব্যক্তি ফোন করে তার ইমো নম্বরে ছেলের মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে মরদেহ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি দেয়।
অপহৃত হাসিমের বাবা নুর হোসেন আরও জানান, ১০ আগস্ট সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে বাড়ি থেকে বের হয় তার ছেলে। ডাক্তার দেখানো এবং দোকানের মালপত্র কেনার উদ্দেশে টেকনাফ যায়। পরে ১৬ আগস্ট কাজ শেষ করে কায়ুকখালীয়া নৌঘাট থেকে সেন্টমার্টিন ফেরার প্রস্তুতি নিলে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। ওইদিনই অপরিচিত ব্যক্তি ফোন করে মুক্তিপণ দাবি করে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, সেন্টমার্টিন দ্বীপের এক যুবক টেকনাফ থেকে অপহৃত হয়েছেন বলে শুনেছি। দুর্বৃত্তরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনায় দ্বীপের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত রোববার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। অপহরণ নাকি অন্য কোনো ঘটনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।