বিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যা

সন্তানের সামনে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষ পানে আত্মহত্যা করেছেন প্রাক্তন স্বামী। নিহত ব্যক্তিরা হচ্ছেন পিংকী আক্তার (২৫) ও বদির উদ্দিন (৩০)।
আজ বুধবার (২০ আগস্ট) সকালে ঢাকা জেলার ধামরাইয়ে সাবেক স্ত্রী পিংকী আক্তারের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
এরপর ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে নিহত নারী পিংকীর মরদেহ বাবার বাড়ি থেকে এবং নিহত প্রাক্তন স্বামী বদির উদ্দিনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ছয় বছর আগে পিংকীর বাবা আনসার উদ্দিনের বাড়ি ভাড়া নেন পাবনা জেলার বাসিন্দা গাড়িচালক বদির উদ্দিন। গ্রামের বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও বাড়িওয়ালার মেয়ে পিংকীর সঙ্গে প্রেমে জড়িয়ে যান তিনি। এরপর পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। এই ঘরে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের।
স্থানীয়রা জানায়,দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে উভয়ের ছাড়াছাড়ি হয়ে যায়। আজ সকালে ছেলেকে দেখার কথা বলে পিংকীর বাড়িতে যান বদির উদ্দিন। এরপর হঠাৎ করেই শিশু সন্তানের সামনে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম করে নিজেও বিষপান করেন। পরের স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে বদির উদ্দিন তার সাবেক স্ত্রীকে হত্যার পর নিজে বিষ পানে আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।