তেঁতুলিয়ায় বালুর নিচে লুকিয়ে রাখা পাথর তোলার ড্রেজার জব্দ

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বালুর নিচে লুকিয়ে রাখা ড্রেজার মেশিন উদ্ধার করে জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খুসরু। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার ভজনপুর ইউনিয়নের গণাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করা হয়।
তেঁতুলিয়ায় অবৈধভাবে চলছে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন, প্রশাসন অভিযান চালালেও থামানো যাচ্ছে না তাদের। বেশির ভাগ সময় রাতের বেলা চলানো হচ্ছে এই ড্রেজার মেশিনগুলো। প্রশাসনের অভিযানের খবর পেলেই পালিয়ে যায় ড্রেজার মালিকরা। বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে ড্রেজার মেশিনগুলো। আজ বৃহস্পতিবার উপজেলার ভজনপুর ইউনিয়নের গণাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনাকালে পরিবেশ বিধ্বংসী মোট পাঁচটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, চারটি পাম্প, অনুমানিক ৩২০ ফিট পাইপসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।
এ বিষয়ে ইউএনও আফরোজ শাহিন বলেন, ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিকরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ভজনপুর বিজিবি ক্যাম্পের সদস্য ও গ্রামপুলিশরা সহযোগিতা করেন।