এনটিভি অনলাইনের সংবাদে আলো ফিরল নূর ইসলামের ঘরে

জয়পুরহাটের পাঁচবিবির নূর ইসলামের ঘরে অবশেষে বিদ্যুতের জ্বলে উঠেছে। এনটিভি অনলাইনে প্রকাশিত মানবিক প্রতিবেদন ‘টাকার অভাবে বিদ্যুৎ আনতে পারছে না জয়পুরহাটের অসহায় নূর ইসলাম’ প্রকাশের পর আলোচনায় আসে এই পরিবারটি। প্রতিবেদনটি চোখে পড়ে স্থানীয় পাঁচবিবি মডেল প্রেসক্লাব, মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন এবং সমাজের কিছু হৃদয়বান মানুষের। এরপরই বদলে যেতে শুরু করে নূর ইসলামের ভাগ্য।
প্রায় পাঁচ বছর আগে একটি দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে শ্রমজীবী নূর ইসলাম কর্মক্ষমতা হারান। বিদ্যুৎ, নিরাপদ আশ্রয় কিংবা সন্তানের পড়াশোনা- কোনো কিছুরই সুযোগ ছিল না তার নাগালে। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত ছোট্ট ঘরটি। আলোর একমাত্র ভরসা ছিল একটি ধোঁয়াময় কেরোসিনের কুপি।
তবে এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সেই দীর্ঘ অন্ধকারের অবসান ঘটে। স্থানীয় পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও ডু সামথিং ফাউন্ডেশন নূর ইসলামের পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দেন। শুধু বিদ্যুৎ সংযোগই নয়, সঙ্গে সেলিং ফ্যান ও একটি টয়লেটের ব্যবস্থাও করে দেন তারা।
ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি আহসান হাবিব এবং এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট মনোয়ার হোসেনের প্রচেষ্টায় পাঁচবিবি পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. তরিকুল ইসলাম দ্রুত সংযোগের উদ্যোগ নেন। কাগজপত্র ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে নূর ইসলামের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
নূর ইসলামের স্ত্রী বলেন, এতদিন অন্ধকারেই ছিলাম। এখন ঘরে আলো জ্বলবে। বাচ্চারা পড়তে পারবে। কল্পনাও করতে পারিনি এমন কিছু হবে।
নূর ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না। আমি খুব কষ্টে থাকতাম। এখন আপনাদের সহায়তায় বিদ্যুৎ পেয়ে খুব খুশি। ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে পারবে।