দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িতে আগুন-লুটপাট

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল (২৪) নামে একজন নিহত এবং আনুমানিক ২৫ জন আহত হয়েছে। নিহত হিমেল যুবদলের কর্মী বলে জানা গেছে।
আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ইউনিয়নের পুরান বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে লিপ্ত হওয়া উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা ব্যবহার করে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনসহ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ সময় কমপক্ষে পাঁচটি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার চাঁদাবাজি ও মাদকদ্রব্য বিক্রির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৌলাই চরপাড়া নিবাসী জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদ হোসেনের সমর্থকদের মধ্য বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরেই আজ এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির পক্ষের লোকজনের বিরুদ্ধে প্রতিপক্ষের পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমরানুল হক হিমেল নামের এক যুবদল কর্মী আহত হন। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত হিমেল ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে এবং আলী আব্বাস রাজনের অনুসারী বলে জানা গেছে। এ ছাড়া গুরুতর আহত আরও দুজন এই হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষে একজন নিহত এবং অনেকে আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে।