জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আজ

দীর্ঘ ৯ বছর পর আজ শনিবার (২৩ আগস্ট) জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহরের বেলটিয়া এলাকার একটি মাঠে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনস্থল তোরণ, মঞ্চ, বসার ব্যবস্থা, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে।
দুপুর থেকে সম্মেলনের কার্যক্রম শুরুর কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
এর আগে গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সম্মেলনে ১ হাজার ৫১৫ জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। সম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।