প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানের ভুল ছবি প্রকাশের প্রতিবাদ

এনটিভি অনলাইনের ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে সম্প্রতি একটি ভিডিও সংবাদে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর ছবির বদলে ভুলবশত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) ড. আনিসুজ্জামান চৌধুরীর ছবি প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দপ্তর থেকে গত ২১ আগস্ট ২০২৫ মো. আব্দুস সালাম চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদে বলা হয়, উক্ত খবরে আনিসুজ্জামান চৌধুরীর ছবির স্থলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর ছবি ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, অসত্য, বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার শামিল।
এমতাবস্থায় প্রকাশিত সংবাদে ব্যবহৃত বিভ্রান্তিকর ছবি ব্যবহারের জন্য দুঃখপ্রকাশসহ ভবিষ্যতে আরও সতর্কতার সাথে সংবাদ প্রচারের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনটিভি অনলাইনের বক্তব্য
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর ছবির বদলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর ছবিটি ব্যবহৃত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি নজরে আসার সাথে সাথে ভিডিওটি প্রত্যাহার করা হয়েছে। দুজনের নামের বানান প্রায় হুবহু মিলে যাওয়ায় ভুলটি হয়েছে।
আপনি যদিও অবগত আছেন, তবুও বলতে চাই, গণমাধ্যমে মানুষই কাজ করে এবং কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তার মানে এই নয় যে, আমরা প্রতিনিয়ত ভুল করি। তবে ভুল হলে প্রতিবেদনটি প্রত্যাহারসহ বিনয়ের সাথে দুঃখপ্রকাশ করে থাকি।
আপনার জ্ঞাতার্থে আরেও জানাতে চাই, পৃথিবীর স্বনামধন্য গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুলিৎজার পুরস্কার ১৩২ বার পেলেও তারা প্রতিদিন ছাপা পত্রিকা এবং অনলাইনে অসংখ্য ভুল করে থাকে। এই লিংকে নিউইয়র্ক টাইমসের প্রতিদিনের ভুলের তথ্য রয়েছে।
আমাদের ভুলটি মিসইনফরমেশন বা অনিচ্ছাকৃত বলে আমরা মনে করি, ইচ্ছাকৃত বা ডিজইনফরমেশন নয়। আমাদের উদ্দেশ্যও তা নয়। ২০২৪ সালে বেসরকারি ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’ বাংলাদেশের ১৬৪টি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভুল বিশ্লেষণ করে। আপনি জেনে আনন্দিত হবেন, এই ভুলের তালিকায় এক, দুই, তিন, চার বা পাঁচ নম্বরেও এনটিভির নাম নেই। এই তালিকায় সপ্তম নম্বরে রয়েছে এনটিভির নাম। একই নম্বরে রয়েছে দৈনিক প্রথম আলো, একাত্তর টিভি, নয়াদিগন্ত, বাংলাভিশন, বাংলানিউজ২৪, করতোয়া, ঢাকা প্রকাশ, সংবাদ প্রকাশ, একুশে সংবাদ, বাংলা ইনসাইডার, ঢাকা টাইমস ২৪, বাংলাদেশ মোমেন্টস। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে তারা এনটিভির মাত্র সাতটি (৭) তথ্যগত ভুল পেয়েছে, যা দ্য নিউইয়র্ক টাইমসের চেয়েও কম। এই লিংকে এই তথ্যটি যাচাই করে দেখা যেতে পারে।
এনটিভি অনলাইন সম্পাদকীয় নীতি কঠোরভাবে পালন ও অনুসরণ করে। তা সত্ত্বেও শুধু এনটিভি অনলাইন নয় বিশ্বের খ্যাতনামা বহু গণমাধ্যমেই ভুল হতে পারে। তবে বিষয়টি নজরে এলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি।