কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে মিলল নানা অনিয়ম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের অভিযানে (দুদক) একের পর এক অনিয়ম আর অব্যবস্থাপনা ধরা পড়েছে। ডাক্তারদের দায়িত্ব পালনে অবহেলা থেকে শুরু করে খাদ্য ও ওষুধ সরবরাহে সবকিছুতেই পাওয়া গেছে গড়মিল। রোগীদের জন্য বরাদ্দ খাবার নিম্নমানের, পরিবেশও অস্বাস্থ্যকর। এমনকি রোগীদের না দিয়েই প্রেসক্রিপশনের বাইরে অতিরিক্ত ওষুধ বিতরণের প্রমাণ মিলেছে। সরকারি সেবার নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা, আর কেনাকাটায় চলছে অনিয়ম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে স্বাস্থ্যসেবার মান নিয়ে ছিল রোগীদের বিস্তর অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সকালে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। অভিযানে হাসপাতালের ওষুধ সংরক্ষণাগার, বহির্বিভাগ, জরুরি বিভাগ, ল্যাব, ভর্তি ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখে নানা অনিয়ম খুঁজে পান দুদক কর্মকর্তারা। প্রমাণ মেলে অকেজো যন্ত্রপাতি, খাবারে অব্যবস্থাপনা ও রোগীদের বাইরে পাঠানোর।
দুদক সহকারী পরিচালক এনামুল হক এনটিভি অনলাইনকে বলেন, গোপন অভিযোগ ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালিয়েছি। ওষুধ সরবরাহ, খাদ্য বণ্টন, আয়-ব্যয় খাত ও জরুরি সেবায় অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. রেজওয়ানা রশীদ জানান, হাসপাতালের প্রতিটি সেক্টরে আলাদা জনবল রয়েছে। অনিয়ম পাওয়া গেলে নিয়মতান্ত্রিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক দায়বদ্ধতা আমি স্বীকার করছি।
দুদকের হঠাৎ এ অভিযানে স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে। তাদের আশা, নিয়মিত অভিযানের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং কমে আসবে অনিয়ম-দুর্নীতি।