পূর্বধলা উপজেলা বিএনপির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
যদিও গত বৃহস্পতিবার (২১ আগস্ট) নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হেলালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদারকে। আর সদস্য সচিব হয়েছেন জেলা বিএনপির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ ইমরান। এ ছাড়া আগের আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- হাবিবুর রহমান ফকির, আলহাজ আহাম্মদ আলী সরকার, সায়েদ আল মামুন শহীদ, মো. সেলিম উদ্দিন, রুহল আমিন ফকির, আলহাজ আ. গণি, আনোয়ারুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, হাবিবুর রহমান, মো. ইশতিয়াক আহম্মেদ বাবু, মো. সালাউদ্দিন আহম্মেদ নওয়াব, মো. আ. গফুর, মো. আ. মান্নান, মোহাম্মদ আতিকুর রহমান রনক, মো. হাসনাত, মো. আজিম উদ্দিন আরশাদ, মো. নাজমুল হক লিটন ও মো. শেখ আব্দুর রশিদ।
সদস্যরা হলেন রাবেয়া আলী, আলহাজ সাইদুর রহমান তালুকদার, আলহাজ আ. রহিম তালুকদার, মো. আশরাফ হোসেন তালুকদার, মো. মজিবুর রহমান মানিক, মো. দেলোয়ার হোসেন মাস্টার, সাইফুল ইসলাম চৌধুরী সম্রাট, আলতাফ হোসেন, বিল্লাল হোসেন, অন্তর ইসলাম রুবেল, মো. ইদ্রিস মেম্বার, সাজ্জাত হোসেন খোকন, আজিজুল হক সোহেল, আব্দুল ছাত্তার তালুকদার, আফতাব আহমেদ শাজাহান, আব্দুল মোমেন, ইকবাল হোসেন তালুকদার, মুসলিম উদ্দিন, এনায়েত কবির, ইউনুস খান বাবুল, মিরাস উদ্দিন, ফরহাদ খান, মো. আবুল কাশেম, মো. বাহাউদ্দিন খোকন, মো. খোরশেদ জমা, মো. আবু তাহেল ফকির, লায়ন মো. মজিবুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, মো. শওকত হোসেন তালুকদার, মো. আব্দুল্লাহ আল মামুন, এটিএম কামরুজ্জামান কাউসার, মো. হুমায়ুন কবীর ইদ্রিস, মো. গোলাম মোস্তফা বাচ্চু, মো. কাজিম উদ্দিন, মো. আবু তাহের, মো. আ. মতিন, মো. শামসুল হক মন্ডল, মো. মোফাজ্জল হোসেন লিটন, মাহমুদ মোস্তফা ঝলমল, মো. নজরুল ইসলাম, মো. আলী আহম্মেদ সুজন, অ্যাডভোকেট মজিবর রহমান, মো. মোজাহিদুল ইসলাম লেলিন, মো. নূরে আলম মুকুল, মো. ফরিদ আহম্মেদ, মো. মেজবাহ উদ্দিন রুমী, মোছা. মনোয়ারা বেগম, সৈয়দ মনিরুল হক জাহাঙ্গীর, আব্দুছ ছোবান সরকার, মো. রিফাত হাসান, তারা মিয়া তালুকদার।
দীর্ঘ চার বছর পর উপজেলা বিএনপির এ কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।