বিমানের চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিনের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অধ্যাদেশ ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩ এর ধারা ৩০(সি) এ অর্পিত সরকারের ক্ষমতাবলে কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় প্রণীত আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অনুচ্ছেদ-৫১ এর আওতায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।