ফেনীতে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন

ফেনীর বিজয় সিংহ দীঘিতে মাছের পোনা অবমুক্ত করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান। ছবি : এনটিভি
ফেনীতে প্লাবণভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফেনীর বিজয় সিংহ দীঘিতে পোনা মাছ অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা বেগম, রোমেল শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চলতি সপ্তাহে ফেনীর ছয়টি উপজেলায় ১২০টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে দুই মেট্টিক টন মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।