ফোন করে নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুর ১ টায় তিনি ফোন করেন। এ সময় প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান নুর।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন গতকালের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
এর আগে গতকাল রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল আসেন।