মেরুন রঙের পোশাক পরা যুবকের পরিচয় সম্পর্কে যা জানা গেল

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর নির্বিচারে লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িচালক কনস্টেবল মিজানুর রহমান (বিপি নম্বর- ৯৭১৭১৯৭২৪৩)।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে পল্টন থানার ডিউটি অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন।
বিষয়টি জানতে প্রথমে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাসিরুল আমীনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে শনিবার বিকেল পাঁচটা ২০ মিনিটে থানার দায়িত্বরত ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করে এনটিভি অনলাইন। তিনি জানান, সে (মিজানুর রহমান) থানার গাড়িচালক।
মিজানুর রহমান ওসির গাড়িচালক কিনা জানতে চাইলে ডিউটি অফিসার বলেন, তিনি থানার গাড়িচালক, ওসির গাড়িও চালান। মিজানুর রহমান বর্তমানে থানায় নেই। তবে তিনি ‘ডিউটিরত’ বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে গতকাল শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর নির্বিচার লাঠিচার্জে মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শার্ট পরা এক যুবক নুরুল হক নুরসহ কয়েকজনকে বেধড়ক মারধর করছেন। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, ভিডিওতে যাকে মারধর করা হয়েছে, তা নুরুল হক নুর নয়, তিনি ছাত্রনেতা সম্রাট।