বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে তারেক রহমান বলেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি এই দিনটিকে বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার বলে উল্লেখ করেন।
তারেক রহমান তার বার্তায় বলেন, নানা ধরনের ষড়যন্ত্রের মধ্যেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি নব্বইয়ের দশকে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সশ্রদ্ধ সালাম জানান।
অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলকে আরও সুসংহত ও গতিশীল করার জন্য মনেপ্রাণে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।
বিএনপির মহাসচিব বলেন, গণসম্পৃক্ত দল বিএনপি জনগণের সুখ-দুঃখের সাথে সবসময় একাত্ম থাকে। বিএনপি যতবারই ক্ষমতাসীন হয়েছে ততবারই কৃষি, শিল্প বাণিজ্যসহ অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহবান জানাই।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএনপি পাঁচবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বিএনপি তাকে সর্বাত্মক সহযোগিতা করছে।