জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এতে অংশ নেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্মসচিব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল প্রমুখ।
খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই জিয়াউর রহমানের সমাধিস্থলে আসতে থাকে। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।