রাষ্ট্রপতি- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই : আইন উপদেষ্টা

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, ‘আর্মি চিফ আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝে মাঝেই দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। আমি মনে করি না, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু আছে।’
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ হয়েছে কিনা জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আমি দু-একটা পত্রিকায় দেখেছি। আর অনলাইনে এটা নিয়ে নানা গুজব-গুঞ্জন হতে দেখেছি। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইন্সট্রাকশন দেওয়া হয়েছে। উনারা সব পদক্ষেপ গ্রহণ করছেন।’
নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, ‘আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা বারবার বলেছি, আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।’