আগা খান অ্যাওয়ার্ড পাওয়ায় স্থপতি মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার-এ দ্বিতীয়বারের মতো ভূষিত হওয়ায় স্থপতি মেরিনা তাবাসসুমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি এই অর্জনকে বাংলাদেশের জন্য বিরল ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
ড. মুহাম্মদ ইউনূস তার বার্তায় বলেন, “আপনার উদ্ভাবনী কাজ, ‘খুদি বাড়ি’, জলবায়ু-সহনশীল, সাশ্রয়ী ও পোর্টেবল একটি বাড়ি, যা নদীভাঙনের কারণে বাস্তুচ্যুত সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে। এটি দারুণভাবে প্রমাণ করে যে স্থাপত্য কীভাবে সহানুভূতি ও দূরদর্শিতার মাধ্যমে মানবতার সেবা করতে পারে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আপনি বিশ্বকে দেখিয়েছেন যে নকশা কেবল আকার ও নান্দনিকতা নয়, এটি মর্যাদা, স্থিতিস্থাপকতা এবং আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মানুষের সৃজনশীলতার শক্তিকেও তুলে ধরে।”
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আপনার ২০১৬ সালে আগা খান অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া বাইতুর রউফ মসজিদের কথা স্মরণ করি। সেই স্বীকৃতি বাংলাদেশের একটি কণ্ঠস্বরকে বৈশ্বিক গুরুত্ব দিয়েছিল এবং আপনার সর্বশেষ অর্জন সেই উত্তরাধিকারকে আরও শক্তিশালী করেছে।” তিনি মেরিনা তাবাসসুমের 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের' প্রধান পরামর্শক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তার অবদানেরও প্রশংসা করেন।
ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, ‘আপনার কাজ বিশ্বজুড়ে স্থপতি ও পরিবর্তন সৃষ্টিকারীদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা ও পথের দিশা হিসেবে কাজ করে যাবে।’