রৌমারীতে ফেরিঘাট স্থানান্তরের উদ্যোগ নৌপরিবহণ মন্ত্রণালয়ের

ব্রহ্মপুত্র নদীভিত্তিক নৌ-যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সহজতর করতে ফেরিঘাট স্থানান্তরের উদ্যোগ নিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল করিম মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রৌমারী ও বলদমারা ফেরিঘাট সরেজমিন পরিদর্শন করেন।
মোহাম্মদ রফিকুল করিম এদিন চিলমারী-রৌমারী নৌপথের দুটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট-রৌমারী ফেরিঘাট ও বলদমারা এলাকা এবং চিলমারী ফেরিঘাট ও ফকিরহাট এলাকা স্থানান্তরের সম্ভাব্য উপযুক্ত স্থান নির্বাচন করতে সরেজমিন ঘুরে দেখেন।
সূত্রে জানা যায়, সফরকালে তিনি ঘাটগুলোর ভৌগোলিক অবস্থা, নদীর নাব্য, নিরাপত্তা, যাত্রীসাধারণের ভোগান্তি, পাশাপাশি নতুন স্থানের অর্থনৈতিক প্রভাব ও স্থানীয় জনগণের মতামত পর্যালোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার, উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, জেলা প্রশাসনের প্রতিনিধি, উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, ফেরিঘাট স্থানান্তর হলে দীর্ঘদিনের নৌ-যোগাযোগ সমস্যার সমাধান হবে। তারা আশা করছেন, নতুন ঘাট নির্ধারণের মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপারে গতি আসবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যও সমৃদ্ধ হবে।
স্থানীয় ব্যবসায়ী আহসান বলেন, বর্ষা মৌসুমে নৌপথের দুরাবস্থার কারণে যাত্রী ও পণ্য পরিবহণে চরম ভোগান্তি পোহাতে হয়। নতুন ঘাট হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।
পরিদর্শনে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, সরকারের এই উদ্যোগ নদীপথের টেকসই উন্নয়ন ও যাত্রীসেবা বাড়াতে ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। ফেরিঘাট স্থানান্তরের এ পদক্ষেপ কুড়িগ্রামবাসীর জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।