তরুণরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘জুলাই আন্দোলনে রোভার স্কাউটের যে ১০ জন শহীদ হয়েছেন, তারা মানবতার দূত ছিলেন। এদের মধ্যে আরও অনেকেই আহত হয়েছেন। এই তরুণরা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। তাদের মহান আত্মত্যাগের কারণে আমরা দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছি। তরুণরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি।’
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান : অতীতের চেতনা, ভবিষ্যতের পথ নির্দেশ’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিজয়ী রোভার স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ ও শহীদ স্কাউট পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘এই অনুষ্ঠানে আমরা ১০টি শহীদ পরিবারের সদস্যকে আমন্ত্রণ জানিয়েছি। যারা শহীদ হয়েছেন, তাদের ভেতরে অপার সম্ভাবনা ছিল। অভিভাবকদের কথাতেই তা ফুটে ওঠে। আমরা তাদের স্মৃতির প্রতি যত্নশীল থাকব এবং তরুণদেরকে ইতিবাচক দিকের মাধ্যমে দেশ গড়ার সুযোগ তৈরি করব। রোভার স্কাউট আন্দোলন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
উপদেষ্টা অধ্যাপক রফিকুল আবরার বলেন, ‘জুলাই আন্দোলনের সময় রোভার স্কাউটরা রক্তদান, চিকিৎসা সেবা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের মতো দায়িত্ব অকুতোভয়ে পালন করেছে। একইভাবে, করোনাকাল ও ডেঙ্গু মোকাবিলায় স্কাউটদের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড লক্ষ্যণীয়।’ তিনি উল্লেখ করেন, স্কাউট আন্দোলন সুনাগরিক হিসেবে তরুণদের গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নেতৃত্বের সুযোগ দেয়।

অধ্যাপক সি আর আবরার দৃঢ়ভাবে বলেন, ‘তরুণরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের। যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের ত্যাগকে সম্মান জানিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে।’
এ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্যসচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া এ অনুষ্ঠান বক্তব্য দেন শহীদ রাজিবুল করিমের মা জান্নাতুল ফেরদৌস, শহীদ আফিকুল ইসলামের পিতা শফিকুল ইসলাম, শহীদ গোলাম নাফিসে পিতা গোলাম রহমানসহ অন্যান্যরা। এ সময় জুলাই আন্দোলনে রোভার স্কাউটের শহীদদের পরিবার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।