অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবকের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত মিন্টু মিয়া ও আতিকুল ইসলাম। ছবি : এনটিভি অনলাইন
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সদর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাংলাবাজার এলাকার বাসিন্দা মিন্টু মিয়া (২৮) ও একই গ্রামের বাসিন্দা আতিকুল ইসলাম (২৪)। এদের মধ্যে আতিকুল ইসলামকে ২ মাসের, আর মিন্টু মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও প্রীতম সাহা বলেন, সমাজে অনলাইন জুয়া ভয়াবহ সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এই অবৈধ খেলা। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে।