ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেনের একটি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া কলেজ রেলক্রসিং অতিক্রম করে স্টেশনে প্রবেশের সময় “চ” কোচের একটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লাইনচ্যুতির কারণে আপাতত ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে আছে। রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছেন। হঠাৎ এ ঘটনার কারণে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন বলেন, ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে উদ্ধার কাজ চলছে।