বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের টিয়ারসেল ও লাঠি চার্জে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের বাসন এলাকায় আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন এলাকায় আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল সোয়া ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্প-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশসহ অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, কারখানাটিতে গত মাসের ২৮ তারিখ থেকে সাধারণ ছুটি ছিল। আজ কারখানাটি খোলার কথা ছিল। কারখানা খুলে দেওয়ার পর এই ঘটনা ঘটে।