কাপাসিয়ায় শিক্ষা বিষয়ক আলোচনা সভা

গাজীপুরের কাপাসিয়ায় প্রয়াত বিএনপিনেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এবং কলেজ প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মডিউল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আফলাতুন।
শাহ রিয়াজুল হান্নান শিক্ষাক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়ে কারিগরি শিক্ষার প্রসারের আহ্বান জানান। একইসঙ্গে তিনি নির্বাচিত হলে শিক্ষা বৃত্তি, শিক্ষকদের প্রশিক্ষণ, মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
বক্তারা বৈষম্যমুক্ত ও গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবি জানান।