‘সন্ত্রাসীর ফাঁকা’ গুলিতে শ্রীপুরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, বাড়ি ঘেরাও

গাজীপুরের শ্রীপুরে এক সন্ত্রাসীর বিরুদ্ধে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা গুলি ছোঁড়ার অভিযোগে ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে রাতভর মিছিল করে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জহিরুল ইসলাম লিটন (৪৭) উপজেলার বরামা গ্রামের বাসিন্দা। তিনি ২০২৩ সালের ৯ জুলাই আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, লিটন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অপরাধে জড়িত। মাঝে মধ্যেই এসে ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন।
শুক্রবার রাতে তিনি বরামা চৌরাস্তা এলাকায় এসে পরপর চার রাউন্ড ফাঁকা গুলি চালান। এ সময় আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, ‘তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী। প্রকাশ্যে চার রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। এরপর লোকজন ধাওয়া করলে পালিয়ে যায়। পরে ব্যবসায়ী ও সাধারণ মানুষ তার বাড়ি ঘেরাও করে।’
অভিযুক্ত জহিরুল ইসলাম লিটনের স্ত্রী অবশ্য দাবি করেছেন, তার স্বামী ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি বলেন, আমরা শুধু শব্দ শুনেছি। কয়েকশ মানুষ এসে আমাদের দরজা-জানালা ভেঙে ফেলেছে। আমার স্বামী গুলি চালিয়েছে কি না আমি জানি না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ফাঁকা গুলির খবর পেয়ে সাত মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। রাতভর কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও অভিযুক্তকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা তিনটি স্থানে গুলির কথা বললেও তল্লাশিতে কোনো আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।