লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের নুরীয়া হাজিরহাট এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দিদার উদ্দিন (৩৫) নামের এক পোস্ট মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দিদার উদ্দিন নুরীয়া মাদ্রাসা ডাকঘরের পোস্ট মাস্টার ও নুরীয়া হাজিরহাট মোহাম্মদীয়া দাখিল মাদরাসার শিক্ষক। তিনি উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শিশুর পরিবার সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দিদার উদ্দিন শিশুটির বাড়িতে গিয়ে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দিদার পালিয়ে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার একমাত্র এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।