মেধা ও যোগ্যতায় ১৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের চাকরি

জয়পুরহাট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পুলিশ লাইনস অডিটরিয়ামে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করা হয়।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে জয়পুরহাট থেকে মোট এক হাজার ২৯৪ জন আবেদন করেন। বিভিন্ন ধাপের বাছাই প্রক্রিয়ায় টিকে যান ১৩ জন, যাদের মধ্যে ১১ জন পুরুষ ও দুজন নারী প্রার্থী।
নিয়োগ প্রক্রিয়ায় ধাপে ধাপে যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয়। প্রাথমিক ফিল্ড টেস্টে ৮৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। শারীরিক পরীক্ষা ও বাছাইয়ে ১৭৮ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় ২৫ জন উত্তীর্ণ হয়েছেন। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় ১৩ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
নিয়োগ কমিটির সভাপতি ও জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘পুলিশ বাহিনীতে স্বচ্ছতা, দক্ষতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কোনো প্রকার সুপারিশ, ঘুষ বা অনিয়মের সুযোগ ছিল না। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন এবং ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী শাফিউল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই নিয়োগ আমার জীবনের বড় স্বপ্ন পূরণ করেছে। আমি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই এবং পরিবার ও এলাকার মানুষের মুখ উজ্জ্বল করতে পারায় আমি গর্বিত।’
নির্বাচিত প্রার্থীদের পরিবার ও স্থানীয় জনগণ এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রশংসা করেছেন। নির্বাচিত প্রার্থীরা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন।