নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে চার বছরের শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফ্ল্যাট বাসার দরজা ভেঙে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মরদেহগুলো উদ্ধার করে।
সন্তানসহ নিহত দম্পতি হলেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), তাঁর স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং তাদের চার বছরের ছেলে আফরান।
হাবিবুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে আমের আড়তে কাজ করতেন। বউবাজার এলাকার পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় পরিবারসহ ভাড়ায় থাকতেন তিনি। এর আগে তিনি রমজান নামের এক ব্যক্তির সমবায় সমিতিতে কাজ করতেন। রমজান মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছেন।
হাবিবুল্লার বড় ভাই মো. লাভলু বলেন, ‘দিনভর ভাইয়ের কোনো খবর পাচ্ছিলাম না। দরজা না খোলায় পুলিশকে খবর দিই। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিছানায় ভাবি ও ভাতিজার মরদেহ দেখে। আমার ভাই ফ্যানের সঙ্গে ঝুলছিল। সে ঋণগ্রস্ত ছিল। তবে কত টাকা, সেটা আমার জানা নেই।’
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গতকাল রোববার রাত থেকে সোমবার বিকেলের মধ্যে ঘটনাটি ঘটেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত হাবিবুল্লাহ আগে রমজানের সমিতিতে কাজ করতেন। এ কারণে তাঁর বিরুদ্ধে একটি মামলাও ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমিতির টাকার জন্য পাওনাদারদের চাপেই তিনি চরম হতাশায় পড়েছিলেন। সেই চাপ থেকে মুক্তি পেতেই হয়তো স্ত্রী-সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
তারেক আল মেহেদী আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।