ভাঙ্গায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপির মিছিল

ফরিদপুরের ভাঙ্গায় গতকাল সোমবারের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা গোল চত্বর এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ভাঙ্গা উপজেলা এলাকা প্রদিক্ষণ করে। পরে ভাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সামনে সভা অনুষ্ঠিত হয়। গতকালের সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পদের বিটু মুন্সি, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সজিব ঘোষসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষক দল ও যুবদলের নেতা কর্মীরা।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা তার বক্তব্যে বলেন, যারা গতকাল ভাঙ্গায় সংহিসতার ঘটনা ঘটিয়েছে তারা ফ্যাসিবাদের দোসর। এই ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য তারা গতকাল সরকারের বিভিন্ন অফিসে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় তিনি নির্বাচন কমিশনের যে সম্প্রতি গেজেট হয়েছে সেটি বাতিল করে ভাঙ্গার সাথে এই দুটি ইউনিয়নকে পুনরায় যুক্ত করার আহ্বান জানান।
তবে ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন অন্যত্র সরানোর বিষয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন কিনা এখনও নিশ্চিত করে কিছু বলেননি।