বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় হঠাৎ ঘোড়াটি তেড়ে গিয়ে পথচারীদের কামড়াতে শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, গত দুই দিন ধরেও পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়ার কামড়ে ও লাথিতে অন্তত ২০–২৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন- সাংবাদিক কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪)। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পৌর এলাকার বাসিন্দা মনিরুজ্জামান বলেন, ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনো পাগলা কুকুরের কামড় খাওয়ার পর ঘোড়াটি অস্বাভাবিক আচরণ করছে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের বর্ণনা অনুযায়ী ঘোড়াটি পাগলা কুকুরের কামড় খেয়ে এভাবে আচরণ করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।