দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংশোধিত সাত দফা দাবি আদায়ের আন্দোলনে রেল ও সড়ক অবরোধ করেছেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা পলিটেকনিক মোড় থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এতে দিনাজপুর রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস আটকা পড়েছে।
শিক্ষার্থীদের সংশোধিত সাত দফা দাবি হলো-
১. প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং আলাদা করা; বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ।
২. একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালু করা; মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন বন্ধ করা এবং প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ।
৩. উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা।
৪. আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের অনুপাত ১:৫:২৫ নির্ধারণ।
৫. পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসিতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:১২ বজায় রেখে শিক্ষক নিয়োগ; ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজি মাধ্যমে রূপান্তর ও আধুনিকায়ন।
৬. প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি; পলিটেকনিক শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধি।
৭. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত পূর্বের ছয় দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।