তিন দফা দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। আজ রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বাকৃবি ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখেন।
এ সময় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দিলেও এখনও রেললাইন অবরোধ করে রেখেছেন তারা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
অবরোধের কারণে দুপুর ১টা পর্যন্ত ফাতেমানগর স্টেশনে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আটকে আছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।
এদিকে, খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ, জিআরপি পুলিশ, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে অবরোধ তুলে নিতে চেষ্টা করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। পাশাপাশি ডিপ্লোমাধারীরা যাতে নামের পাশে ‘কৃষিবিদ’ লিখতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।