তিন দিন ধরে নিখোঁজ সাংবাদিকের ছেলে, থানায় জিডি

রাজধানীর ভাটারা থানার নদ্দা এলাকার একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে সাংবাদিকের ছেলে মো. নাহিদ (১৩)। তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নাহিদ নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম. নূরউদ্দিন আহমেদের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্র অনুযায়ী, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাহিদ রাজধানীর নদ্দা এলাকার মারকাযুত তাকওয়া মাদ্রাসা থেকে নরসিংদীর রায়পুরা পৌর শহরের বাসার উদ্দেশে রওনা দেয়। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, সে যথাসময়ে বাড়ি ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফেরেনি। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিত মহলে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোনো তথ্য মেলেনি।
নিখোঁজ নাহিদের বাবা সাংবাদিক এম. নূরউদ্দিন আহমেদ বলেন, আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু তিন দিনেও কোনো খবর নেই। আমরা ধারণা করছি, হয়ত তাকে অপহরণ করা হয়েছে।
দ্রুত ছেলেকে উদ্ধার করে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন নিখোঁজ নাহিদের বাবা সাংবাদিক এম. নূরউদ্দিন আহমেদ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভাটারা থানার পরিদর্শক (এসআই তদন্ত) হাবিবুর রহমান বলেন, নাহিদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরই পুলিশ তৎপরতা শুরু করেছে। তার শেষ অবস্থান শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা টিমও কাজ করছে। আমরা আশা করছি, দ্রুতই নাহিদকে খুঁজে পাওয়া যাবে।
কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অথবা নিচের নম্বরগুলোতে জানাতে অনুরোধ করা হয়েছে।