উপজেলা ভাঙনের প্রস্তাবে উত্তাল রায়পুরা

চারটি ইউনিয়নকে ভেঙে বেলাবো উপজেলার সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নরসিংদীর রায়পুরা।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার পর ঘণ্টাব্যাপী উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শতশত মানুষের অংশগ্রহণে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ‘রায়পুরা ভাঙতে দেব না, আসন ভাগ হতে দেব না’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরা থেকে একটি ইউনিয়নও এদিক-সেদিক করতে দেওয়া হবে না। আমরা এক ইঞ্চি মাটিও ছাড় দেব না। তিনি কুচক্রী মহলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন রায়পুরা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আউয়াল প্রধান, মরজাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম শুক্কুর, ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. অহিদুজ্জামান, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব শেখ আলমগীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও গুণীজনদের গৌরবময় রায়পুরাকে ভাঙার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা স্মরণ করিয়ে দেন, ১৯৮৩ সালে রায়পুরা ও মনোহরদী উপজেলা থেকে ইউনিয়ন কেটে বেলাবো উপজেলা গঠন করা হয়েছিল। এবারও একইভাবে রায়পুরার অখণ্ডতা নষ্টের চেষ্টা চলছে। রায়পুরা থেকে কোনো ইউনিয়ন অন্যত্র নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ও নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।
সম্প্রতি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে আলাদা সংসদীয় আসনের দাবি তোলেন বেলাবো উপজেলার কয়েকজন ব্যক্তি। এ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে রায়পুরার মুছাপুর, মহেশপুর, উত্তর বাখরনগর ও মরজাল ইউনিয়নকে বেলাবো উপজেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন বেলাবোর বাসিন্দা ইসলাম উদ্দিন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন রায়পুরার মানুষ।
জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্রসমাজও অনলাইনে এর তীব্র প্রতিবাদ জানাতে থাকেন।
এর আগে, বুধবার (২৭ আগস্ট) উপজেলা সদর, মুছাপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলওয়ে স্টেশন, মহেশপুর ও মরজাল ইউনিয়নসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।