খাগড়াছড়ির ঘটনায় সম্পৃক্তার অভিযোগ নিয়ে যা বলল ভারত

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।’
আজ শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রণধীর জয়সওয়াল।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের সাংবাদিক সাহিল পান্ডে ব্রিফিংয়ে প্রশ্ন করেন, ‘স্যার, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে সহিংসতা ঘটেছে ভারত ও ফ্যাসিস্ট গোষ্ঠীর মদদে। এ বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?
মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। যেমনটি আপনি জানেন এবং আমরা বেশ কয়েকবার এ সম্পর্কে কথা বলেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অক্ষম। তাদের অভ্যাস আছে, নিয়মিতভাবে দোষ অন্যত্র চাপানোর চেষ্টা করার।’
রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘তাদের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকার) জন্য ভালো হবে পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থিদের সহিংসতা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনাগুলোর আত্মসমালোচনা এবং গুরুত্বসহ তদন্ত করা।’