‘বিজ্ঞানমনস্ক মানুষ কখনও উগ্রতা পছন্দ করে না’

দ্বিতীয়বারের মতো চাঁদপুরে আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সায়েন্স বেজের আয়োজনে এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সহযোগিতায় দিনব্যাপী এই অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, পৃথিবী বদলে দেওয়ার পেছনে বিজ্ঞানের সবচেয়ে বেশি অবদান। তিনি বলেন, একজন বিজ্ঞান মনষ্ক মানুষ কখনও ধর্মান্ধ ও উগ্রতাকে পছন্দ করে না।
নারীদের পিছিয়ে থাকার প্রসঙ্গে তিনি বলেন, এই সময়েও এখনো নারীদের পিছিয়ে দেওয়া হয়। সমাজের একটা অংশকে পিছিয়ে রেখে আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারি না।
পরিশেষে তিনি প্রতিযোগিতাটিকে শুধু চাঁদপুরের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসাইন ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ পরান।