নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই জন ইজিবাইক চালকও গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লিংক রোডের জেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক (৫৫) ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহত দুই ইজিবাইক চালক হলেন- মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার আনিসুর রহমান (৩৮) ও জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার রানা বাবু (৪০)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (এসআই তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়কে থাকা দুটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক আনিসুর রহমান ও রানা বাবু গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই পথচারী মোজাম্মেল হক নিহত হন। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসচালক রুবেল ও হেলপার নাঈম শেখকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোজাম্মেল হকের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত দুই ইজিবাইক চালককে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া, গণপিটুনিতে আহত বাসচালক ও হেলপারকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।