ব্রোকার হাউসের শাখা খোলা যাবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার

এতদিন শেয়ারবাজারের ব্রোকারেজ হাউসের শাখা খোলার নিষেধাজ্ঞা ছিল। নয় বছর পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেই নিষেধাজ্ঞা আজ প্রত্যাহার করে নিয়েছে।
বুধবার দুপুরে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এনটিভি অনলাইনকে এ তথ্যের সতত্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই শাখা খোলার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে
মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এরই মধ্যে এ নির্দেশনা সংক্রান্ত চিঠিও পৌঁছে দেওয়া হয়েছে।
এমন এক সময়ে বিএসইসি এই নিষেধাজ্ঞা তুলে নিল, যখন শেয়ারবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।
এর আগে ২০১০ সালে শেয়ারবাজারে ধস নামলে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বিএসইসি দেশের দুই স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসের শাখা খোলার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সম্প্রতি বিএসইসি দেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিদেশেও ব্রোকারেজ হাউসের ডিজিটাল বুথ খোলার নীতিমালা চালু করে। এরপরই ব্রোকারেজ হাউসের শাখা খোলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় আজ।