ছোট মূলধনি কোম্পানিতে বিনিয়োগে আগ্রহ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা আট কার্যদিবস মূল্যসূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে আজ বৃহস্পতিবার মাঝারি ও ছোট মূলধনি কোম্পানির শেয়ারের চাহিদা বেড়েছে। ফলে ইমামবাটন, সাফকো স্পিনিংস, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পিইটির মতো কোম্পানিগুলো দাম বাড়ায় এগিয়ে ছিল।
ডিএসইতে আজ মোট ৩০৮টি কোম্পানির নয় কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৩৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩২৫ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫৩৫ টাকা, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ১১ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১.১৯ পয়েন্ট বেড়ে ৪৮৪১.৭২ পয়েন্ট দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৭.৪৫ পয়েন্ট বেড়ে ১৮১২.৩৫ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪.৫৬ পয়েন্ট বেড়ে ১১৪৯.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো আমরা টেকনোলজিস, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, গ্রামীণফোন, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, বিএসসিসিএল, সিভিওপিআরএল, ফু-ওয়াং ফুড ও বারাকাতউল্লাহ ইলেকট্রো।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে সাফকো স্পিনিং, এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বিএসসিসিএল, আনলিমা ইয়ার্ন, এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স ও বিআইএফসি।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হলো কেঅ্যান্ডকিউ, লিবরা ইনফিউশন, জেমিনি সি ফুড, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, পিএফ প্রথম মিউচুয়াল ফান্ড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, নর্দার্ন জুট, মুন্নু সিরামিকস, এনসিসিবি মিউচুয়াল ফান্ড-১ ও সোনারগাঁও টেক্সটাইল।