টোটকা ওষুধ দিয়ে পুঁজিবাজারের সমস্যা সমাধান হবে না : দেবপ্রিয় ভট্টাচার্য

পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে আইপিও বদ্ধ রয়েছে। সূচক পতনে বাজার অচলাবস্থা তৈরী হয়েছে। নানা অনিয়মে বাজার প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা। এসব সমস্যা টোটকা ওষুধ দিয়ে সমাধান হবে না বলে জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য।
আজ শনিবার (২৪ মে) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার: দর্শন ও অনুশীলন’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন বিএসইসি কমিশনার মো. মোহসিন চৌধুরী, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মো. মোবারক হোসাইন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ন আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন, আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।