বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার সংস্কার করা হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজারে যত সংস্কার হয়েছে বিএনপির আমলে হয়েছে। বিএনপির সময় পুঁজিবাজারে কখনো অস্বস্তি আসেনি। বিএনপি ক্ষমতায় গেলে দায়বদ্ধতার জায়গা থেকে পুঁজিবাজার সংস্কার ও পুনর্গঠন করা হবে।
আজ শনিবার (২৪ মে) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনা সভায় পুঁজিবাজার : দর্শন ও অনুশীলন’ শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু।
বাংলাদেশ এগিয়ে যেতে হলে বিনিয়োগের বাইরে কোনো বিকল্প নেই জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমাদের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজার অনেকটা ডিসকানেক্ট। ক্যাপিটাল মার্কেটে ওনারশিপ এখন নেই, এটাকে আনতে গেলে পলিটিক্যাল ওনারশিপ দরকার।’
আমীর খসরু আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দায়বদ্ধতার জায়গা থেকে পুঁজিবাজার সংস্কার ও পুনর্গঠন করা হবে। ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানো হবে। আমরা কি মাত্র চার বিলিয়ন ডলারের পেছনে ঘুরছি!’
পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে পুঁজিবাজারকে ক্যাসিনো বানানো হয়েছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘এখানে একটি গ্রুপ এসে খেলাধুলা করে চলে যায়। বিগত ১৫ বছর এভাবেই চলেছে। বাজারের গুণগত পরিবর্তন আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। লুটপাট করতে করতে এমন অবস্থা হয়েছে, আর লুটপাটের জায়গা নেই। শেয়ার ফ্লোর প্রাইসে ঠেকেছে। বাজারে তারল্য বাড়াতে হবে। বিশ্ববাজার থেকে তারল্য আনতে হবে।’