প্রিমিয়ার ব্যাংকের বোনাস বিও হিসাবে জমা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির পক্ষ থেকে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৫৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৫ টাকা ৮৭ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল আট টাকা ৫০ পসা ও সর্বোচ্চ নয় টাকা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৫ : ১২।
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৬২০ কোটি সাত লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২৭৪ কোটি ২৬ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ৬২ কোটি ৭৩ হাজার ৭০৩টি, যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৮ দশমিক ৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ৮৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।