নারায়ণগঞ্জে জমি কিনবে অ্যাপোলো ইস্পাত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কারখানাসংলগ্ন আরো এক একর সাড়ে ১০ শতাংশ জমি কিনবে অ্যাপোলো ইস্পাত। এই জমির দাম সাত কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটি বিভিন্ন পণ্যের উৎপাদন বাড়াতে এই জমি কিনছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এই হিসাব বছরে তাদের মুনাফা হয়েছে ৩৭ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৮৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২৫ টাকা ৪১ পয়সা।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৮ টাকা ও সর্বোচ্চ ২১ টাকা ৮০ পয়সা। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৬ : ৩১।