ন্যাশনাল লাইফের এজিএম কাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল রোববার বেলা ১১টায় কারওয়ান বাজারে এনএলআই টাওয়ারে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর আগের হিসাব বছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ নগদ ও ৩৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
গত এক বছরের জন্য এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৬৮ টাকা ও সর্বোচ্চ ১৯৫ টাকা ২০ পয়সা। সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার এর দাম দাঁড়ায় ১৮৯ টাকা ৯০ পয়সা।