ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করবো : আমীর খসরু

দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতিতে বিনিয়োগের সুযোগের অপেক্ষায় আছে উক্তি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি— অর্থনীতি এবং পুঁজিবাজারকে আরও শক্তিশালী করবো।
আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে পুঁজিবাজার পুনর্গঠন ও বাস্তবতা শীর্ষক এক কর্মশালায় আমীর খসরু এসব কথা বলেন।
পুঁজিবাজারের উন্নয়নে আমাদের যে পরিবর্তন আনা দরকার তা হলো বিনিয়োগকারীদের আস্থার সংকট থেকে উত্তরণ জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজার ভালো করতে হলে সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে পুঁজিবাজারের গুণগত মান নিশ্চিত করতে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। বর্তমানে দেশের জিডিপির তুলনায় পুঁজিবাজারে আকার ছোট। আগামীতে বিএনপি সরকার গঠন করলে পুঁজিবাজারকে ধারণ করবে। এটির উন্নয়নে সামগ্রিক চেষ্টা অব্যাহত রাখবে।
পুঁজিবাজারের বিকাশ ভালো কয়েকটি কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় মন্তব্যে করে আমীর খসরু বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর অতিনিয়ন্ত্রণ এবং শক্তিশালী স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রমুখ।